কলকাতা, 15 জুলাই: নিরাপত্তা আঁটোসাঁটো থাকার কথা । প্রতিটি তলার প্রবেশে কড়া নজরদারি থাকা উচিত । অথচ সেই নিরাপত্তার ফাঁক গলে নবান্নের চোদ্দ তলায়, অর্থাৎ মুখ্যমন্ত্রীর দফতরের একেবারে সামনে গিয়ে হাজির এক মহিলা সিভিক ভলান্টিয়ার । মঙ্গলবারের এই ঘটনায় রাজ্যের প্রশাসনিক সদর দফতরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে বড় প্রশ্ন । বিশেষ করে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়েই উঠতে শুরু করেছে প্রশ্ন ।
সূত্রের খবর, ওই মহিলার বাড়ি পূর্ব মেদিনীপুরের তমলুকে । সিভিক ভলান্টিয়ারের পোশাক পরে ছিলেন । সকালবেলা নর্থ গেট দিয়ে নবান্নে প্রবেশ করেন তিনি । জানা গিয়েছে, নর্থ গেট দিয়ে জল নিতে অনেক সময় সিভিক ভলান্টিয়াররা ভেতরে ঢোকেন । নিরাপত্তারক্ষীরা সেটাকেই স্বাভাবিক ঘটনা বলে ধরে নেন । কিন্তু এরপর যা ঘটেছে, তা অত্যন্ত চিন্তার ।
ওই মহিলা প্রথমে লিফটে করে নবান্নের 13 তলায় ওঠেন । সেখান থেকে সিঁড়ি দিয়ে উঠে পড়েন 14 তলায় । মুখ্যমন্ত্রীর দফতরের সামনে তাঁকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় নিরাপত্তারক্ষীদের । জিজ্ঞাসাবাদে তিনি জানান, তমলুক থেকে এসেছেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান ।
কিন্তু তাঁর কথাবার্তা অসংলগ্ন ও বিভ্রান্তিকর ঠেকায় সঙ্গে সঙ্গে তাঁকে আটক করে পুলিশ । নবান্নের মতো উচ্চ নিরাপত্তা থাকা সরকারি ভবনে এইভাবে এক সাধারণ মহিলা সিভিক ভলান্টিয়ার কীভাবে পৌঁছে গেলেন সেটাই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন । ওয়াকিবহাল মহলের কেউ কেউ এই অবস্থায় ওই হাই সিকিউরিটি জোনে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের গাফিলতি নিয়েও প্রশ্ন তুলছেন ।
প্রসঙ্গত, নবান্নের 14 তলায় মুখ্যমন্ত্রীর ঘর ছাড়াও রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক অফিস । ওই তলায় কর্মীদের চলাচলও নিয়ন্ত্রিত । সেখানে অনুমতি ছাড়া এক সাধারণ সিভিক ভলান্টিয়ারের এমন উপস্থিতি রাজ্য পুলিশের নিরাপত্তা ঘেরাটোপের কার্যকারিতা নিয়েই প্রশ্ন তুলেছে । কীভাবে তিনি নজরদারি এড়িয়ে উপরে উঠলেন, কী তাঁর উদ্দেশ্য ছিল—তা জানার চেষ্টা চলছে ।
ঘটনাটিকে হালকাভাবে না দেখে পুলিশ তদন্ত শুরু করেছে । জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই মহিলাকেও । তাঁর মানসিক অবস্থা ঠিক আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর ।
নবান্নে এমন নিরাপত্তা বিভ্রাট আগে কখনও ঘটেনি বলেই দাবি অনেকের । তাই এই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থায় নতুন করে নজরদারি ও সতর্কতা বাড়ানো হবে বলে অনুমান । প্রশাসনের শীর্ষ মহলেও রিপোর্ট তলব করা হয়েছে বলে জানা গিয়েছে ।